Sat, 16 Feb, 2019
 
logo
 

আড়াইহাজারে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সুরাইয়া নামে আট বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরাইয়া ১৩দিন ধরে নিখোঁজ ছিল।

শুক্রবার দুপুরে আড়াইহাজারের গোপালদী পৌর সভার ইসলামপুর গ্রামে একটি পরিত্যাক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু সুরাইয়া ওই গ্রামের অহিদ মিয়ার মেয়ে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ১৩দিন আগে শিশুটি তার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয় যায়নি। শিশুরটি বাবা ঢাকাতে রিকশা চালান এবং মা অন্যের বাড়িতে কাজ করেন।
জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় একটি পরিত্যাক্ত ঘরে থেকে পচা গন্ধ আসলে লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘরের আড়ার সঙ্গে বাধাঁ অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।
শিশুটির মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার দেহের বিভিন্ন স্থান পচে গলে গেছে। ঠিক কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে বা কারা হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ শিরোনাম