Wed, 23 Jan, 2019
 
logo
 

কোন জ্ঞানে ২৫ কোটি টাকার কথা বলেছে আইভী: শামীম ওসমান


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এটা এখানে বলার বিষয় নয়, তারপরেও বলছি। আমি আমাদের জাতীয় নেতাদের কাছেও বিয়ের দাওয়ান নিয়ে যেতে পারি নি। আমি একটা মাত্র বাসায় গিয়েছি, সেটা হলো সেলিনা হায়াৎ আইভীর বাসা। আমি সেখানে ১ ঘন্টা অপেক্ষা করলেও উনারা নিচে নেমে আসে নাই। ১ ঘন্টা পরে উনার ভাই আসলে, তখন উনার হাতে কাঠটি দিয়ে এসেছি। কিন্তু আইভী আসেনি।


বুধবার (১৭ জানুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবে সংবাদ সম্মেলন করে শামীম ওসমান একথা বলেন।


তিনি বলেন, উনি (আইভী) আসেনি এটাও কোন ব্যপার না। কিন্তু আমার ছেলে তো তাকে ফুপু বলে ডাকে। কিন্তু মেয়র আইভী কোন জ্ঞানে বলেছে আমার ছেলের বিয়েতে ২৫ কোটি টাকা ব্যায় করেছি।

সর্বশেষ সংবাদ শিরোনাম