Sat, 16 Feb, 2019
 
logo
 

বিকালে মাঠে নামতে পারে হকাররাও

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: হকারাও মাঠে নামবে বিকালে। এরই মধ্যে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করছে হকার নেতারা। মাইকে ‘শহীদ মিনারে বিকাল ৩টায় জোড় হওয়ার কথা বলছেন সকল হকারদের’।

বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে নগরীর চাষাড়ায় মাইকে এই ঘোষণা দিতে দেখা যায়। এসময় যদিও নগরীর  ফুটপাত সম্পূন্ন ফাঁকা ছিলো। মোড়ে মোড়ে দায়িত্ব ছিলো পুলিশের টিম। তবে মূল সড়কের পাশে বিভিন্ন মহল্লার গলির মোড়গুলো এখন হকাদের দখলে।

গত মঙ্গলবার হকার উচ্ছেদকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রণক্ষেত্রে পরিনত হয়েছে নারায়ণগঞ্জ শহরের রাজপথ। নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৭ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড টিয়ার শেল ছুড়েছে। এতে কমপক্ষে অর্ধশতাধীক আহত হয়েছে বলে জানা গেছে।

এর পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে সতর্কাবস্থায় রয়েছেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম