Sun, 21 Oct, 2018
 
logo
 

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালো ‘নারায়ণগঞ্জস্থান’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: দিনের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘‘নারায়ণগঞ্জস্থান’’।

শনিবার সকালে চাষাড়া বিজয় স্তম্ভে ফুলের তোড়া দিয়ে তারা এই শ্রদ্ধাজ্ঞাপন করেন। এর আগে ‘‘নারায়ণগঞ্জস্থান’’ এর সদস্যরা নগরীতে একটি বর্নাঢ্য র‌্যালী বের করেন। র‌্যালীটি নগরীর প্রদান শহর প্রদক্ষিণ করে চাষাড়া বিজয় স্তম্ভের সামনে এসে শেষ হয়।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালো ‘নারায়ণগঞ্জস্থান’
তবে ‘‘নারায়ণগঞ্জস্থান’’ এর সদস্যরা পূর্ব থেকেই বিজয়ের প্রথম প্রহরে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু সরকারি সিন্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে তারা দিনের শুরুতে শহীদদের শ্রদ্ধা জানান। ফলে তাদের সদস্যের সংখ্যা কিছুটা কমে যায়। যদিও র‌্যালী ও শ্রদ্ধাঞ্জলীতে সদস্যদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালো ‘নারায়ণগঞ্জস্থান’

এ বিষয়ে গ্রুপের এডমিন আরেফিন রওশন বলেন, সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে আমরা গতকাল রাতের র‌্যালিটি বাতিল করে সকালে করার ঘোষণা দিয়েছিলাম। ফলে আমাদের অনেক সদসেরা সকালে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় উপস্থিতি কিছুটা কম হয়েছে।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালো ‘নারায়ণগঞ্জস্থান’

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালো ‘নারায়ণগঞ্জস্থান’

তারপরেও অংশগ্রহণের দিক দিয়ে এটা আমাদের বেস্ট। আমাদের প্রতিটি কার্যক্রম সম্পন্ন হয় সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। আর এজন্য সকল সদস্য ও ভলেন্টিয়ারদের আন্তরিক ধন্যবাদ জানাই।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালো ‘নারায়ণগঞ্জস্থান’

জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালো ‘নারায়ণগঞ্জস্থান’

সর্বশেষ সংবাদ শিরোনাম