- Details
-
Published on Tuesday, 12 December 2017 23:40
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মঙ্গলবার সকালে ফতুল্লা মডেল থানার উদ্যোগে ফতুল্লার ৫টি ইউনিয়নে ৪২ জন গ্রাম পুলিশ কে পরিচয় পত্র দেয়া হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার কর্নধর বার বার পুরস্কার প্রাপ্ত অফিসার ইনচার্জ মো.কামাল উদ্দিন। এ সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর(অপারেশন) মজিবুর রহমান ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহজালাল।
বিশেষ অতিথি হিসেবে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক রনজিৎ মোদক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান অনু, গ্রাম পুলিশের পক্ষ থেকে বক্তব্য রাখেন কমান্ডার মোস্তফা কামাল, নিজাম উদ্দিন।
অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মো. কামাল আহম্মেদ, পিয়ারচাঁন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এ.আর.কুতুবে আলম, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, দৈনিক যুগান্তর পত্রিকার ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, আজকের নারায়ণগঞ্জ নিউজ ডট কমের সম্পাদক মো.মহসীন আলম, সময় নারায়ণগঞ্জ ডট কমের পরিচালক সহিদুল ইসলাম সহিদ ও নারায়ণগঞ্জ নিউজ টুয়েন্টি ফোর ডট কমের সম্পাদক মনির।