Wed, 19 Dec, 2018
 
logo
 

ভাষাসৈনিক আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী ২৩ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ভাষাসৈনিক ও ফতুল্লার এক সময়ের জনপ্রিয় শ্রমিক নেতা একেএম আব্দুল আলী’র (আলী ভাই) ২৮তম মৃত্যুবার্ষিকী আজ।

আব্দুল আলী দেশের প্রথম গার্মেন্ট শ্রমিক আন্দোলন করেন। তিনি ফতুল্লার মাওলাটেক্সটাইল, করিম রাবার ইন্ড্রাষ্ট্রিজ, জয়নগর স্টিলসহ ২০ টি প্রতিষ্ঠানের সিবিএ’র প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি মদনগঞ্জ বাওয়া জুট মিল এমপ্লয়ীজ ইউনিয়ন ও দৈনিক শক্তি প্রেস কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা।

১৯৭৭ সালে এনায়েতনগর ইউনিয়নের বৃহত্তর ৩ নং ওয়ার্ডের ( মাসদাইর) নির্বাচিত ১ম সদস্য ছিলেন। মাসদাইর প্রগতি সংঘ, বাড়ৈভোগ ও পশ্চিম মাসদাইর মাইজভান্ডারী খানকা শরীফের প্রতিষ্ঠাতা সভাপতি সে। তিনি দৈনিক যুগের চিন্তা’র বিশেষ প্রতিনিধি আনোয়ার হাসানের পিতা। তাঁর জন্য সবার দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

সর্বশেষ সংবাদ শিরোনাম