Wed, 19 Dec, 2018
 
logo
 

সোনারগাঁয়ে সাত দিন ধরে বাড়ি ফিরছে না জুট শ্রমিক

সোনারগাঁ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ:  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর এলাকায় গত সাত দিন ধরে মালেক জুট মিলসের সোহেল রানা নামে এক শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই শ্রমিকের ভাতিজা সোনারগাঁ থানায় সাধারন ডায়েরী করেছেন।
নিখোঁজ শ্রমিকের ভাতিজা আব্দুস সালাম জনি থানায় দায়ের করা সাধারন ডায়েরীতে উল্লেখ করেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রূপনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও আমার চাচা সোহেল রানা।  সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর নওয়াব আব্দুল জুট মিলসে কাজ কর্মরত ছিলন ও ওই মিলের কোয়াটারেই থাকতেন। গত ১৫ নভেম্বর কাচঁপুর বাজারের উদ্দেশ্যে বাহির হওয়ার পর পরে তার কর্মস্থল ও গ্রামের বাড়িতে ফিরে যাননি। পরে তাকে বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাড়িতে খোজাঁখুজির পর পাওয়া না যাওয়ায় থানায় সাধারন ডায়েরী করা হয়।  
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী নেওয়া হয়েছে। বিভিন্ন থানায় বার্তা পাঠিয়ে তাকে খুজেঁ বের করার চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম