Wed, 19 Dec, 2018
 
logo
 

বন্দরে ২৩ নং ওয়ার্ডে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার র্কাড বিতরণ

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ডে বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা র্কাড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় বন্দর কবরস্থানরোডস্থ ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এই র্কাড বিতরণ করা হয়। বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী কার্ড বিতরণ কালে উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, বন্দর উপজেলা সমবায় কার্যালয়ের সুপাইভাইজার শাহারিয়া সুলতানা, আব্দুল মতিন, খালেদা সুলতানা, সমাজ সেবক সামাদ প্রধান, জাকির প্রধান, রানা প্রধান, টুকুন প্রধানসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান জানান, গরীব ও অসহায় মানুষকে সেবা প্রদানের জন্য আওয়ামীলীগ সরকার সমবায় কার্যালয়ের মাধ্যমে অসহায় বয়স্ক নারী ও পুরুষসহ প্রতিবন্ধীদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ গ্রহন করে। এর ধারাবাহিকতায় এবং এই ওয়ার্ড থেকে ১০ জন প্রতিবন্ধী ও ৮ জনকে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম