Tue, 11 Dec, 2018
 
logo
 

রূপগঞ্জে প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা


রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে মাদক, যৌতুক, মানবপাচার, ইভটিজিং, নারী পাচার ও বাল্য বিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সকালে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন  লেখক, কলামিষ্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।
এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা  নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আলম হোসেন, মনির হোসেন মনু, মাসুদ করীম,  সিনিয়র সহ সভাপতি মকবুল হোসেন , সাধারন সম্পাদক খলিল সিকদার, সাংবাদিক জিএম শহিদ, এসএম শাহাদাত, জাহাঙ্গির আলম হানিফ, আরিফ হাসান আরব, শফিকুল আলম ভুইয়া মামুন, নাজমুল হুদা,সুশীল সরকার, মাসুম খান,আহমেদ রাসেল, ইমদাদুল হক দুলাল, মাহবুব আলম প্রিয় , রুবেল মাহমুদ, আতাউর রহমান সানী প্রমূখ।

লেখক ,কলামিষ্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন, প্রেসক্লাবের পক্ষ বিগত বছরগুলোতে এসব অপরাধের বিরুদ্ধে সক্রিয় ভুমিকা পালন করা হচ্ছে। ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করা হয়েছে। মাদক,যৌতুক ও নারী পাচারের মত জঘন্য অপরাধ দমনে নাটিকা, মানব বন্ধন ,কলম বিরতিসহ নানা কর্মসূচী নেয়া হয়েছে। ভবিষ্যতে আরো তৎপর হবেন বলে জানান তিনি।
রূপগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অপরাধ দমনে সকল প্রকার আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। তথাপিও সংশ্লিষ্ট প্রশাসনের সাথে জড়িত লোকজনকে এসব অপরাধরোধ নির্মূলে  সক্রিয় ভুমিকা রাখার অনুরোধ জানান তিনি।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব শাহজাহান ভুইয়া বলেন, মাদক ,যৌতুক ও নারী পাচারের জড়িত অপরাধিরা  নরপিচাষ। তাদের সামাজিকভাবে বয়কট করার আহবান জানান তিনি।

সর্বশেষ সংবাদ শিরোনাম