Sun, 21 Oct, 2018
 
logo
 

ডিএনডি প্রকল্পের উন্নয়ন নিয়ে শামীম ওসমানের ২য় গণজমায়েত বৃহস্পতিবার


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের উন্নয়ন নিয়ে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ফতুল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জনসাধারণের সাথে দ্বিতীয় মতবিনিময় সভা। সভাটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ব্যাপক জনসমাগম ঘটাতে চান। সেই সাথে ঘোষনা দিয়েছেন, ফতুল্লার থানা আওয়ামী লীগের শক্তি মত্তার যাচাই করার।


এর আগে গত ১৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জের নাভানা এলাকায় প্রকল্পটি নিয়ে জনসাধারণের সাথে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সরকারের দুই মন্ত্রীও উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৬ সালের ৯ আগস্ট ডিএনডির পানি নিষ্কাশনের জন্য ৫৫৮ কোটি ২০ লাখ টাকার অনুমোদন দিয়ে ছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এর আগে ২০১৫ সালের ২৩ জুলাই শামীম ওসমানের সাথে ডিএনডির তুষারধারা, গিরিধারা, পাগলা এলাকা পরিদর্শন ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাধ তথা ডিএনডি এলাকাতে বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

তারই ধারাবাহীকতায় চলতি বছর ২১ সেপ্টেম্বর ডিএনডি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন  বোর্ড এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

গত ৯ অক্টোবর সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের একটি কার্যালয় উদ্বোধন করতে গেলে শামীম ওসমান বলেছেন, ডিএনডি’র অভ্যন্তরে বসবাসকারী সকল জনগণের বহুল প্রত্যাশিত ডিএনডি উন্নয়ন প্রজেক্টের কাজ চলতি মাসের ১৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে এর আনুষাঙ্গিক সকল কাজ শেষ হয়েছে। ৬০০ কোটি টাকার এই উন্নয়ন প্রজেক্টের কাজ করার জন্য আমি মাননীয় প্রধান মন্ত্রীকে অনুরোধ করেছি যেন কাজটি সেনাবাহিনীকে দেওয়া হয়। এতে কাজের গতি-প্রকৃতি এবং মান ঠিক থাকে। এ প্রকেল্পের প্রধান কাজ হবে সুপ্রশস্ত ড্রেনেজ ব্যাবস্থা করা।

এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এমপি ডিএনডি’র বিষয়ে বলেন, আগামী ১৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জে ডিএনডি বাঁধের সংস্কারের লক্ষ্যে প্রথম মিটিং অনুষ্ঠিত হবে। ওইখানে মন্ত্রী, সেনাবাহিনীর লোকজন থাকবে। ঐ দিন দল মত এর উর্ধ্বে সকল নাগরিককে উপস্থিত থাকতে হবে। আমি চাই সেনাবাহিনী ড্রেনেজ ব্যবস্থার কাজ পুরোটাই করুক।

এদিকে জনসভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের অনুসারীরা গণজমায়েত ঘটাতে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম