Thu, 19 Jul, 2018
 
logo
 

শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে পদক বিতরণ ও পঙ্গ ছাত্রদের হুইল চেয়ার প্রদান

আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি ও প্রধান শিক্ষকদের মত বিনিময় সভা পদক প্রদান এবং বিশেষ চাহিদা সম্মন্ন শিশুদের মধ্যে ডিভাইস বিতরণ অনুষ্ঠানটি গত ০৯ অক্টোবর বিকেলে আড়াইহাজার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা, হাইজাদী ইউপি চেয়ারম্যান আলী হোসেন, দুপ্তারা ইউপি চেয়ারম্যান শাহিদা মোশারফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ সুন্দর আলী, সাবেক ভিপি মোঃ মোজাম্মেল হক জুয়েল। আড়াইহাজার উপজেলা প্রাথমিক বিদ্যালয় সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, লস্করদী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সহকারি শিক্ষক মোঃ ওমর ফারুক। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী, সমাজসেবক, ৭৬ নং লস্করদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, শিক্ষানুরাগী, শিল্পপতি মোঃ আলাউদ্দিন ভূইয়া। মোঃ আলাউদ্দিন ভূইয়া আড়াইহাজার উপজেলার ১২৫ বিদ্যালয়ের দুপুরের মিড ডে মিল বাবদ ৪,৬০,০০০/- (চার লক্ষ ষাট হাজার) টাকার নগদ চেক প্রদান করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর হাতে। লস্করদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রকৌশলী মোঃ মহসিন শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার হাতে সাংসদ বাবু ক্রেস্ট তুলে দেন। এছাড়া বিভিন্ন স্কুলের পঙ্গ ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করা হয়। তাছাড়া উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পদক প্রদান করেন সাতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লূৎফুন নাহার, নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার তুলে দেন।  উক্ত অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি , প্রধান শিক্ষক ও শিক্ষিকা এবং আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোসাঃ মাহমুদা বেগম।

সর্বশেষ সংবাদ শিরোনাম