Tue, 17 Jul, 2018
 
logo
 

খাদ্য ঘাটতি মেটাতে ইঁদুর নিধনের বিকল্প নেই: বন্দর ইউএনও


বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারাযণগঞ্জ: বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী বলেছেন,দেশের খাদ্য ঘাটতি মেটাতে ইঁদুর নিধনের কোন বিকল্প নেই। কেননা সব জিনিসেরই একটি ভাল ও একটি খারাপ দিক রয়েছে কিন্তু বাস্ততন্ত্রের জীবন চক্র ছাড়া ইঁদুরের কোন ভাল দিক নেই। ইঁদুর আমাদের খাদ্যচক্রে ব্যাঘাত সৃষ্টি করে, ফসলী জমির অনিষ্ট করে থাকে।

তাই সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে ইঁদুর নির্মুলে অংশগ্রহন করা। বুধবার সকাল ১০টায় বন্দর উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৭ইং এর উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া শুভেচ্ছা বক্তব্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তফা এমরান হোসেন বলেন ইঁদুর আমাদের ফসলী ক্ষতি ছাড়াও মানবদেহে ৩০ টি রোগ সৃষ্টি করে। তাই ইঁদুর নিধনের ব্যাপারে সবাইকে একাট্টা হওয়া উচিত। তাছাড়া তিনি ইঁদুরের পর্ব থেকে প্রজাতি পর্যন্ত শ্রেনীবিন্যাস করে এর ক্ষতিকারক দিক ও নির্মুলের সচ্ছ ধারনা প্রদর্শন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নারায়নগঞ্জ মহানগর জাপা'র আহবায়ক আলহাজ্ব মোঃ আবুল জাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন,বন্দর থানা সেকেন্ড অফিসার মোখলেছুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার জয়নাল আবেদীন,উপ-সহকারী কৃষি অফিসার হীরা লাল দাস,আব্দুর রউফ,বিভিন্ন স্কুলের প্রধাণ শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য কৃষি কর্মকর্তাগন।এর আগে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযানের একটি র‍্য্যালী বের করা হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম