Thu, 19 Jul, 2018
 
logo
 

কাউন্সিলর সাগরের তদারকিতে মদনগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান পরিচ্ছন্ন

বন্দর করেসপন্ডেন্ট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের একমাত্র মদনগঞ্জ  কেন্দ্রীয় কবরস্থানটি পরিস্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহন করেছে স্থানীয় কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর।

সে লক্ষে বুধবার বিকেলে তিনি স্ব স্ব স্থানে উপস্থিত থেকে পরিস্কার পরিচ্ছন্ন কাজের তদারকি করেন। তিনি জানিয়েছে, মদনগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে আমাদের পূর্ব পুরুষেরা এখনে ঘুমিয়ে আছে। পৌরসভা থাকা কালিন সময়ে এই কবরস্থানটি অবহেলা অযত্নে পরেছিল। সিটি কর্পোরেশন গঠনের পর মদনগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে।এর ধাারাবাহিকতায় কবরস্থানের সুন্দরর্য র্বধনসহ আগাছা পরিস্কারের জন্য ঘাস কাটার মেশিন দেওয়া হয়েছে। এখন থেকে এই কবরস্থানে প্রতিমাসে এই ঘাস কাটার মেশিনের সাহায্যে পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। তদারকি কাজে উপস্থিত ছিলেন সমাজ সেবক সোহেলসহ পরিচ্ছন্ন কর্মীরা।

সর্বশেষ সংবাদ শিরোনাম