Fri, 25 May, 2018
 
logo
 

কাউন্সিলর সাগর এনসিসি’র দায়িত্বভার গ্রহন করায় মাজার শরিফ ও মসজিদে দোয়া

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী ও ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর বিপুল ভোটে পুনরায় র্নিবাচিত হওয়াসহ সিটি কর্পোরেশনের

দায়িত্বভার গ্রহন করায় সাংবাদিক আমির হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর শহরের মিন্নত আলী শাহ মাজার শরিফ, কদম রসুল দরগা শরিফ, সালেবাবা ইয়ামনি মাজার শরিফ, ইনা পাগলার মাজার শরিফ, পুরান বন্দর চৌধূরীবাড়ী সিরাজ শাহ দরবার শরিফ ও ইসলামপুর জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত জালাল আহম্মেদের ছেলে সাংবাদিক আমির হোসেন উল্লেখিত মাজার শরিফে তার ব্যাক্তিগত উদ্যোগে পবিত্র কোরআন শরিফ, তবজি, টুপি, জায়নামাজ ও তোবারক বিতরণ করেনে। বিতরনকালে উপস্থিত ছিলেন মদনগঞ্জ ইসলামপুর এলাকার আইভী ভক্ত মোঃ আলী হোসেন, মোঃ লিটন ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে সাংবাদিক আমির হোসেন মেয়র ডাঃ আইভী ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনা করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম