Tue, 11 Dec, 2018
 
logo
 

আজাদেই স্বপ্ন দেখছে আড়াইহাজার বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: কোন পোস্টারে লেখা ছিলো ‘ধানের শীষে ভোট দিন’, কোনটাতে ‘বেগম খালেদা জিয়ার মুক্তি চাই’। কেউ আবার দিচ্ছিলেন মুক্তির দাবিতে স্লোগানও।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের ফরম জমা দিতে গেলে এচিত্র দেখা যায়।

এসময় হাজারও নেতাকর্মীর পদচারণায় মুখরিত হয়ে উঠে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় দলীয় কার্যালয়। প্রিয় নেতার পোস্টার ব্যানার নিয়ে মিছিল করে স্লোগান দেয় কর্মীরা। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবি জানান মিছিল থেকে।

১৮৩ দশমিক ৩৫ বর্গ কিলোমিটার আয়োতনের আড়াইহাজার উপজেলায় ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠন করা হয়েছে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন। আসনটি ১৯৯১ সাল থেকে একবার বিএনপির ঘরে গেলে, অন্যবার যেতো আওয়ামীলীগের ঘরে। তবে ২০১৮ ও ২০১৪ সালের নির্বাচনে আসনটি আওয়ামীলীগের ঘরেই ছিলো। এবার নজরুল ইসলাম আজাদকে ঘিরে আসনটি পুনরায় বিএনপির ঘরে নেওয়ার স্বপ্ন দেখছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাই নজরুল ইসলাম আজাদের মনোনয়ন ফরম নেওয়া ও জমা দেওয়ার সময় মুখরিত হয়ে উঠে বিএনপির কার্যালয়।

এবার নারায়ণগঞ্জ দুই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৮৬৭। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ সংখ্যা ছিল ২ লাখ ৪৪ হাজার ২৮৩।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দুর, সাবেক বিআরটিসি চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, মহানগর যুবদলের সাবেক নেতা মন্টি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল্লাহ লিটন, আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাবলু, মহানগর ছাত্রদলের সহসভাপতি নাজিম পারভেজ অন্তু, আড়াইহাজার থানা ছাত্রদলের নেতা রাজিব, কাউসার, ওসমান গনী, ছাত্রদল নেত্রী শারমিন আক্তার, মহিলা দল নেত্রী সুলতানা ও পারভিন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তখনও নেতাকর্মীদের সতস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করতে দেখা যায়।

সর্বশেষ সংবাদ শিরোনাম