Thu, 13 Dec, 2018
 
logo
 

প্রস্তুত আছি, ২৭ তারিখে উদাহরণ দেখাবো: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘আমরা জানি সংবিধান অনুযায়ী সরকার থাকবে। তবুও ধরে নিলাম, আমরা শেষ। তবে নির্বাচনের জন্য প্রস্তুত আছি, আগামী ২৭ তারিখে প্রস্তুতির উদাহরণ দেখাবো। আর যখন সরকারি লেবাস আমাদের থাকে না, তখন নারায়ণগঞ্জের কর্মীরা জানে কিভাবে রাজপথ কাঁপাতে হয়।’

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে ফতুল্লা পাগলায় অবস্থিত মেরি-এন্ডারসনে নৌ-পুলিশকে ৪টি পেট্রোলবোট ও ২টি জেটি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন শামীম ওসমান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মো. জাবেদ পাটোয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জনপ্রশাসন ও নিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামালউদ্দিন, নৌ-পুলিশের ডিআইজি শেখ মো. মারুফ হাসান, বিপিএম, পিপিএম, ইউনাইটেড ন্যাশনাল অরগানাইজেশন ফর ড্রাগ এন্ড ক্রাইমে (ইউএনওডিসি) এর চেয়ারম্যান সানাকা জয় সাকারা, জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বেগম বিনা, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম