Thu, 24 Jan, 2019
 
logo
 

পুনরায় চাকরী ফিরে পেতে গার্মেন্টস শ্রমীকদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: অবৈধভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন করেছে গাবতলীর আমেনা নীট ফ্যাশন এর শ্রমিকবৃন্দ।

পুনরায় চাকরী ফিরে পেতে গার্মেন্টস শ্রমীকদের মানববন্ধনবৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে চাষাঢ়া প্রেস ক্লাবের সামনে শ্রমিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন কার্যক্রম পরিচালিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ শ্রমীক ফ্রন্টের জেলা কমিটির সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সহ সভাপতি তৈহিদুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সোহাগ, দপ্তর সম্পাদক কামাল পার্ভেজ মিঠু সহ আমেনা নীট ফ্যাশন এর শ্রমিকবৃন্দ।

 

মানব বন্ধনে শ্রমিকরা আমেনা নীট ফ্রাশনের মালিক পক্ষের এমন হীন কার্যক্রমের ধিক্কার জানান। তারা ছাঁটাইকৃত শ্রমীকদের পুনরায় চাকুরি বহালের দাবি জানান।

সর্বশেষ সংবাদ শিরোনাম