Thu, 24 Jan, 2019
 
logo
 

বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনা, তার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: আব্দুল হাই

লাইভ নারায়ণগঞ্জ: আজ ১০ই জানুয়ারী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যবর্তন দিবস। এ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা-মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হাই, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলসহ সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি হোসেন আরা বেগম।

বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনা, তার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: আব্দুল হাই

এসময় আব্দুল হাই বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ আর পেতাম না। বঙ্গবন্ধুর একক নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। আর সেই থেকেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে।

 

সভায় আবু হাসনাত শহিদ বাদল বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আগামীদিনে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ে তুলবো।

 

হোসেন আরা বেগম বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ছিলো পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। ৭ই মার্চের ভাষণে স্বাধীণতা সংগ্রামের সব দিক-নির্দেশনা ছিল।

বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনা, তার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: আব্দুল হাই

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. আসাদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সাবেক সংসদ সদস্য হোসেন আরা বাবলী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আরজু রহমান ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক এম এ রাসেল, আইন বিষয়ক সম্পাদক মাসুদুর রউফ, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য সামসুজ্জামান ভাষানী, বীরমুক্তিযোদ্ধো মো. সাদেকুর রহমান, ব্যাংক নেতা আখতারুজ্জামান, মো. কামালসহ প্রমুখ।

 

এর আগে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মাধ্যমে দিনব্যাপি কর্মসূচি শুরু করে নারায়ণগঞ্জের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পুরো জেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম