Fri, 14 Dec, 2018
 
logo
 

বিজয় দিবসে ‘নারায়ণগঞ্জস্থান’ এর ব্যাপক আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ডিসেম্বর, বিজয়ের মাস। সারাটি বছর না হলেও এই মাসটিতে বাঙালির মনে মুক্তিযুদ্ধের চেতনা একটু বেশিই থাকে। যার কারণে আমরা নানা আয়োজন, কর্মকান্ডের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা।


শুধু চেতনা নয়, বাঙালিদের একত্রিত করার প্রয়াসে বিজয় র‌্যালি করতে চলেছে নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান। রোববার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় এই বিজয় র‌্যালি হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন গ্রুপ এডমিন ও মডারেটররা।

 

গ্রুপ এডমিন আরিফিন রওশন হৃদয় লাইভ নারায়ণগঞ্জকে বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানাতে র‌্যালির আয়োজন করেছি আমরা। সেই সাথে ছোট্ট এই পরিবারকে আরো প্রাণবন্ত করতে, সদস্যেদের মাঝে ভালো সম্পর্ক করবার লক্ষেই এই আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ৮টায় র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছি । এই বিষয়ে আগামী দু-এক দিনে গ্রুপের মডারেটররা মিলে আলোচনা করবো। গতবার র‌্যালিতে দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেছিলো। এইবার আশা করছি র‌্যালিতে সদস্য সংখ্যা দ্বিগুণ হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম