- Details
-
Published on Saturday, 17 November 2018 17:46
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মহিলা পরিষদের আহ্বানে নির্বাচন সম্বলিত লিফলেট বিতরন করেছে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদ।
শনিবার (১৭ নভেম্বর) সকার ১১টায় নগরীর ১নং রেলগেটে বাংলাদশ মহিলা পরিষদের আহ্বানে এই সম্বলিত লিফলেট বিতরন করা হয়েছে।
লিফলেট বিতরন কালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি রেখা চৌধুরি, জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, জেলা সহ-সভাপতিও কেন্দ্রীয় প্রশিক্ষন ও গবেষণা পাঠাগারের সম্পাদক রীনা আহমেদ,অ্যাডভোকেসী লবী ডিরেক্টর জনা গোস্বামী ও আন্দোলন উপ-পরিষদের সদস্য হামিদা খাতুন, জেলার পক্ষে সহ-সভাপতি অধ্যাপিকা রাশিদা আক্তার ও কৃষ্ণা ঘোষ, সাধারন সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম ও আন্দোলন সম্পাদক শোভা সাহা।