Tue, 11 Dec, 2018
 
logo
 

প্রাক্তন শিক্ষক আমজাদ হোসেনের মৃত্যুতে না.গঞ্জ কলেজের শোক প্রকাশ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও ব্যবস্থাপনা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আমজাদ হোসেন মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (১২ নভেম্বর) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,
মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে নিজ বাসভবনে আমজাদ হোসেন মৃত্যুবরণ করেন। জামতলা বায়তুল মোশারফ জামে মসজিদে প্রাঙ্গনে বাদ জোহর মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন। সর্ব শেষে তার গ্রামের বাড়ী মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আমজাদ হোসেন ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭১। তিনি এক পুত্র ও চার কন্যা সন্তানের জনক ছিলেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম