Tue, 22 Jan, 2019
 
logo
 

এনসিসির অভিযান: ফুটপাতে হোটেলের পসড়া, সড়কে ময়লা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফুটপাতের অর্ধেকটা জুড়েই খাবার হোটেলের পসড়া, সড়কেই ফেলা হয় ময়লা আবর্জনা। এতে নগরবাসীকে কখনো চলতে হয়েছে নাকে রোমাল চেপে, কখনো অন্য সড়কে।

বুধবার (৭ নভেম্বর) দুপুরে ফুটপাত জুড়েই পসড়া, সড়কে ময়লা ফেলার অভিযোগে নগরীর ২ নং গেটের ৪ হোটেলকে ৪ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

এনসিসির অভিযান: ফুটপাতে হোটেলের পসড়া, সড়কে ময়লা

জরিমানা গুনা হোটেলগুলো বৈশাখি বিরানি, আল্লার দান বিরানি, আল মদিনা বিরানি এবং আজমিরি বিরানি হাউজ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সেনেটারি ইন্সপেক্টর শাহিদা বেগমের নেতৃত্বে এসময় সহযোগী হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সুপার ভাইজার তরিকুল ইসলাম মিঠু।

শাহিদা বেগম জানান, ফুটপাতের হোটেলের পসড়া ও সড়কে ময়লা ফেলার কারণে সিটি কর্পোরেশন আইন ২০০৯ অনুযায়ী তাদেরকে জরিমানা করা হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম