Tue, 22 Jan, 2019
 
logo
 

তাবলীগ ইস্যু: নগরীতে চলছে আবারও উত্তেজনা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: দুটি পক্ষের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতির ঘটনায় আবারও তাবলীগ জামায়াতের সাপ্তাহিক বৈঠক নিয়ে চলছে উত্তেজনা।

মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কালিরবাজারের ছোট মার্কাজ মসজিদে এঘটনা শুরু হয়। ইতোমধ্যেই দুই পক্ষের শত শত মাসুষ মসজিদের আশপাশে অবস্থান নিয়েছে। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশও মসজিদে প্রবেশ করতে দিচ্ছে না কাউকে।

কালিরবাজারের ছোট মার্কাজ মসজিদ থেকে আমারদের লাইভ নারায়ণগঞ্জের প্রতিনিধি জানান, সকাল থেকেই আব্দুল আউয়ালেক অনুসারী ও প্রতিপক্ষ সাদপন্থী তাবলীগ জামায়াতের লোকেদের মার্কাজ মসজিদের চারপাশে অবস্থান নিতে দেখা যায়৷ ঘটনার আশঙ্কায় আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশও সেখানে অবস্থান নিয়েছে। এখন ব্যাপক হৈ চৈই হচ্ছে। সাংবাদিকদেরও কোন ছবি তোলতে দেওয়া হচ্ছে না।

এর আগে গত ১ নভেম্বর বাদ মাগরিব বাদানুবাদ ও হাতাহাতির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল কঠোর হেুসিয়ারী ঘোষণা করেছে জেলা হেফাজতে ইসলামের আমির ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়ালের অনুসারীরা৷

সর্বশেষ সংবাদ শিরোনাম