Tue, 22 Jan, 2019
 
logo
 

অজ্ঞাত ৪ জনের লাশ: একজন ছিল ‘বাস চালক’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পাওয়া নিহত ৪ অজ্ঞাত ব্যক্তির মধ্যে এক জনের পরিচয় সনাক্ত করেছে পরিবারের সদস্যরা। নিহত ওই ব্যক্তির নাম লুৎফর মোল্লা (৩৬)।


রোববার (২১ অক্টোবর) দুপুর ৩টায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে এসে নিহতের স্ত্রী রেশমা আক্তার ওই ব্যক্তিকে সনাক্ত করেন। স্ত্রী রেশমা আক্তার সাথে আসে নিহতের বড় ভাই আব্দুর সাত্তার মোল্লা ও শালক ইউনুছ মোল্লা।

রেশমা আক্তার জানান, লুৎফর মোল্লার সাথে রেশমা আক্তারের ১৫ বছর আগে বিবাহ হয়েছে। ফরিদপুর ভাঙ্গা থানার মুনছুর মোল্লার ছেলে। তার এক ছেলে, এক মেয়ে রয়েছে। বর্তমানে সে রাজধানী ঢাকার রামপুরায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। পেশায় একজন বাস চালক।

এর আগে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওই চারজনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে এক রাউন্ড গুলিসহ দুটি পিস্তল এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, ‘দুই দল সন্ত্রাসীর দ্বন্দ্বে’ এ ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ সংবাদ শিরোনাম