Sun, 17 Feb, 2019
 
logo
 

আতঁশবাজী নাকি ককটেল: শান্ত নগরীতে আতঙ্ক ছড়ানোর চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের অর্ধঘন্টার মধ্যেই নগরীতে কিছু বিস্ফোরণের শোনা গেছে।ে আর এনিয়ে দ্বন্ধে রয়েছে সাধারণ জনতাসহ খোদ থানা পুলিশও।

বুধবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সড়কের সুগন্ধা প্লাসের পাশে বিস্ফোরনের শব্দ হয়।

স্থানীরা জানান, এটা আতশবাজী হতে পারে। আবার কেউ কেউ বলছেন পটকা ফুটানোর আওয়াজ। এক এক করে তিনটি বিস্ফোরণ হয়। তবে কে বা কারা কিংবা কোন দিক থেকে এসব ছুড়ে মেরেছে তা দেখেনি কেউ।

সদর মডেল থানা পুলিশের (তদন্ত) ওসি আব্দুর রাজ্জাক বলেন, এটা আতশবাজী না কি ককটেল না এখন নিশ্চিত হওয়া যায়নি। তবে আমাদের ধারণা এটা ককটেলই হবে। কারা এই বিষ্ফোরণ ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম