Tue, 11 Dec, 2018
 
logo
 

না.গঞ্জে এসেছে মন্ত্রী আনিসুল হক, উপস্থিত হচ্ছে অতিথিরা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নতুন ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে নারায়ণগঞ্জে এসে পৌছেছে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ইতোমধ্যেই অনুষ্ঠানটির সকল পক্রিয়া সম্পন্ন করতে প্রস্তুতি শেষ করেছে আইনজীবীরা। আসতে শুরু করেছেন আমন্ত্রীত অতিথিরাও।

নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে আমাদের লাইভ নারায়ণগঞ্জ’র প্রতিনিধি জানান, নতুন ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে সকাল থেকেই আইনজীবীদের একটি অংশে উৎসব আমেজ বিরাজ করছে। দুপুরের পর থেকে এক এক করে আসতে শুরু করেছে আমন্ত্রীত অতিথিরাও। এরই মধ্যে অনুষ্ঠান স্থলে এসে পৌছেছে নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী ও ২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু।
অন্যদিকে একটি সূত্র বলছে, দুপুরেই ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক (নম পার্ক) এসে পৌছেছেন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
জানা গেছে, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকার কথা রয়েছে শেখ ফজলে নূর তাপস এমপি।
বিশেষ অতিথিদের মাঝে আরো উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, ৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী।
এছাড়াও উপস্থিত থাকবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, নারায়ণগঞ্জ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আতিক বিন কাদের, নারায়ণগঞ্জ পুলিশ সুপার আনিছুর রহমান।

সর্বশেষ সংবাদ শিরোনাম