Tue, 11 Dec, 2018
 
logo
 

রবিবার না.গঞ্জে আসছেন আইন মন্ত্রী

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ  আইনজীবী সমিতির কার্যকারী কমিটির অভিষেক ও নতুন ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তার স্থাপন হবে।  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায়,  নারায়ণগঞ্জ নতুন কোর্ট ভবন প্রাঙ্গনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকার কথা রয়েছে,  নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান,  নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) হোসনে আরা বেগম বাবলী, আবু সাহেল শেখ মো: জহিরুল হক (সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), বিকাশ কুমার সাহা (যুগ্ন সচিব, প্রশাসন-১, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়)সহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম