Fri, 14 Dec, 2018
 
logo
 

নগরীর ৭ দোকানে আগুন, ক্ষতি প্রায় ১০ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মধ্যরাতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় ৭ দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকারও বেশি। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১ টার দিকে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় ম-লপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে জুতাসহ বিভিন্ন পোশাকের দোকান ছিলো।
ম-লপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোস্তফা কামাল অগ্নিকা-ের বিষয়ে বলেন, খবর পেয়েই আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত।

সর্বশেষ সংবাদ শিরোনাম