Tue, 18 Dec, 2018
 
logo
 

আইভীর বাড়িতে বিশিষ্টজনদের মিলন মেলা

লাইভ নারায়ণগঞ্জ: মহরম উপলক্ষ্যে নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলন মেলা ঘটেছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে পশ্চিম দেওভোগ খানকা বাড়িতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর নিজে অনুষ্ঠানস্থলে দাঁড়িয়ে থেকে আগত অতিথি ও সাধারণ মানুষদের আমন্ত্রন জানান। প্রতি বছরের মতো এবারো মাটির বাসনে খিচুড়ী, গরুর মাংস, খাসির মাংসের আয়োজন করা হয়।

মহরম উপলক্ষে পৌর পিতা আলী আহম্মদ চুনকা’র সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের অংশগ্রহনে এখানে নেওয়াজ বিতরণের আয়োজন শুরু হয়। প্রতি বছর অনুষ্ঠানটি পালিত হয়ে আসছে। বাদ যোহর মিলাদ ও মোনাজাত শেষে শুরু হয় নেওয়াজ বিতরণ।

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে যোগ দেন, নারায়ণগঞ্জ-৩ আসেনের এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তি যোদ্ধা মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ, সোনারগাঁও উপেজেলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, নাসিকের প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভা।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির,আরজু রহমান ভুইয়া, মিজানুর রহমান বাচ্চু, হালিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন মোল্লা, নাসিক ১১নং ওয়ার্ডের কাউন্সিলর জমসেদ আলী ঝন্টু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির প্রধান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল, যুবলীগ নেতা কামরুল হুদা বাবু, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুদ্দিন সবুজ, মানবজমিনের স্টাফ রিপোর্টার ও প্রেস নারায়ণগঞ্জ এর সম্পাদক বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ১৮নং ওয়ার্ডের ফজলুল হক উকিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মকসুদুর রহমান জাবেদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ শিরোনাম