Thu, 21 Feb, 2019
 
logo
 

আমারে নৌমন্ত্রী বানাইবা: সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: এমপি সেলিম ওসমানের প্রশ্নে ৯দফা দাবি কি কি তা বলতে ব্যর্থ হয়েছে নারায়ণগঞ্জে আন্দোলনরত এক শিক্ষার্থী। সোমবার (৬ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের এমপি ও বিএকএমইএর সভাপতি সেলিম ওসমান শহরের বঙ্গবন্ধু সড়কস্থ বিকেমেইএর কার্যালয়ে যাওয়ার পথে এ দৃশ্যের অবতারনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টায় সেলিম ওসমান বিকেএমইএর কার্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নিচে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখতে পান। এসময় ৮ম শ্রেণীর ছাত্র বাপ্পীর হাতে প্ল্যাকার্ড এ লেখা ছিলো ৯ দফা বাস্তবায়ন চাই। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চলাকালিন প্লেকার্ড নিয়ে দাড়িয়ে থাকা বাপ্পি নামের ঐ ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে সেলিম ওসমান জিজ্ঞেস করেন বলতো বাবা ৯ দফা দাবিগুলো কি কি? তখন ছেলেটি উত্তর দিতে ব্যর্থ হয়। তখন সে বলে ওঠে নৌ মন্ত্রীর পদত্যাগ চাই। তখন পাল্টা সেলিম ওসমান প্রশ্ন করেন, নৌমন্ত্রী শাহজাহান খান পদত্যাগ করলে কাকে মন্ত্রী বানাইবা- ছাত্রটি চুপ থাকায়, তখন তিনি বলে উঠলেন আমারে বানাইবা!

উল্লেখ্য যে, সোমবার ৬ আগষ্ট ছিলো নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ৬ষ্ঠ দিন। এদিন শিক্ষার্থীরা চাষাড়ায় ছাত্রলীগের কর্মসূচী থাকায় সেখানে যেতে ব্যর্থ হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। তারা সেখানে ৯ দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে।

সর্বশেষ সংবাদ শিরোনাম