Wed, 23 Jan, 2019
 
logo
 

শহীদ মিনারে ছাত্রলীগের ‘শোকসভা’, নেই আন্দোলনরত শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নিরাপদ সড়কের দাবিতে এক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের রাজপথে শিক্ষার্থীদের অবস্থানের পর এবার সড়কে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রোববার (৫ আগষ্ট) চাষাড়ার শহীদ মিনারে ‘১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বাষির্কী উপলক্ষ্যে শোকসভা’য় কয়েকশ ছাত্রলীগ নেতাকর্মী সকাল থেকে অবস্থান নেয়। যেখানে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীদের অবস্থান ছিল।

শহীদ মিনারে অবস্থান নেওয়ার কারণ হিসেবে আওয়ামী ছাত্রলীগ নেতারা বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভার আয়োজন করা হয়েছে।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের একটি গ্রুপ বলছেন, তারা কেন ওই খানে অবস্থান নিয়েছে, তা আমরা জানি। আজ ওই খানে আমরা অবস্থান না করে প্রেস ক্লাবের সামনে অবস্থান করবো।

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে দুই কলেজ শিক্ষার্থী বাসচাপায় মারা গেলে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরদিন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে অচল হয়ে পড়ে নারায়ণগঞ্জের সড়ক।

সর্বশেষ সংবাদ শিরোনাম