Wed, 19 Dec, 2018
 
logo
 

নগরীতে হোসিয়ারি শ্রমিককে হত্যা, আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে এসে হত্যার শিকার হারিয়েছে এক হোসিয়ারি শ্রমিক। এঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুলাই) সকালে নগরীর নয়ামাটি এলাকায় অবস্থিত আলম মার্কেটের তৃতীয় তলায় হাসনেয়ারা হোসিয়ারিতে এ ঘটনা ঘটে।

এঘটনায় নিহত বন্দরের চর ইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে শাকিল মিয়া। আর আটককৃতরা হলেন হোসিয়ারির মালিক সুমন ও নৈশপ্রহরি আমিন উদ্দিন।

স্থানীয়রা জানান, শাকিল ওই হোসিয়ারিতেই থাকতেন। তিনি রাতে অন্যত্র ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে এসে ঘুমিয়ে পড়েন। এসময় সেখানে সরোয়ার নামে আরেক শ্রমিক থাকতেন। ভোরে তাকে হোসিয়ারি বন্ধ করে চলে যেতে দেখেছেন নৈশপ্রহরি। পরে সকালে দোকান খুলতে গেলে ভেতরে শাকিলের মরদেহ দেখাতে পান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একইসঙ্গে কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম