Sat, 16 Feb, 2019
 
logo
 

শফিকুল ইসলামকে গ্রেপ্তারে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা। এসময় অবিলম্বে নি:শর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।

শুক্রবার (২৯ জুন) বিকাল ৪টায় নগরীর ডিআইটি চত্বর থেকে শুরু হয়ে শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদর্শন করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি। এর আগে ডিআইটি চত্বরে সমাবেশও করেছে দলটির নেতাকর্মীরা।

শফিকুল ইসলামকে গ্রেপ্তারে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন জিহাদীর সভাপতিত্বে সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা শাহ আলম কাঁচপুরী, মহানগরের সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গিয়াসসুদ্দিন মুহাম্মাদ খালিদ, জেলা সভাপতি মাও. মুহা. শফিকুল ইসলাম ও ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহা. ইমদাদুল হক প্রমুখ।
প্রসঙ্গত, গত ২০ জুন রাত ১২টায় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ শফিকুল ইসলামকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সংবাদ শিরোনাম