Wed, 20 Feb, 2019
 
logo
 

শুক্রবারও পার্ক গুলোতে ছিল দর্শনার্থীর ঢল


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর তাই ঈদের ৬ষ্ঠ দিন পেরিয়ে গেলেও মানুষের মনে মনে যেন ঈদের খুশি রয়েই গেছে। আর সেই খুশির ছাপ যেন বয়ে বেড়াচ্ছে শহরের পার্কগুলো।

শুক্রবার (২২ জুন) ঈদের ৭ তম দিনে নম, অ্যাডভেঞ্চার, চৌরঙ্গি পার্ক সহ শহরের বিভিন্ন পার্কগুলোতে দেখ যায় উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে শুধু শিশুদের আবদার পূরণেই নয়, আনন্দের জন্য তরুণ-তরুণী থেকে শুরু করে সকল বয়সের দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন বিনোদন কেন্দ্রগুলোতে।
এসময় পার্কে ভ্রমণ করতে আসা ৫ম শ্রেণীর শিশু রিফাত লাইভ নারায়ণগঞ্জ কে জানায়, ‘ঈদের আনন্দ করতে মা বাবার সাথে পার্কে এসেছি। আমার দাদুও এসেছে । খুব মজা হচ্ছে।’
শহরের আমলা পাড়ার বাসিন্দা ও মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী অন্তি আক্তার লাইভ নারায়ণগঞ্জ কে জানায়, ‘ঈদের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে পার্কে এসে বুজার কোন উপায় নেই যে ৬ দিন আগেই ঈদ শেষ হয়ে গেছে। সকলে চোখেমুখে এখনো ঈদের ঝলক বিদ্যমান। ভালোই লাগছে।’

শহরজুড়ের অন্যান্য খবর

সর্বশেষ সংবাদ শিরোনাম