Thu, 24 Jan, 2019
 
logo
 

আল-জয়নাল প্লাজায় ক্রেতা সেজে চুরি, ২ নারী আটক


স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ঈদে ভারতীয় ডিজাইনের পোশাক পছন্দ করেছেন কলি নামের এক নারী। দাম চুকাতে গিয়ে দেখে টাকা নেই! সাথে সাথে জানানো হয় দোকানীকে। সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখে নিশ্চিত হয় ঘটনাটি চুরি। ঘটনা স্থল থেকে আটকও করা হয় দুই নারী চোরকে।

মঙ্গলবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার সময় নগরীর আল-জয়নাল প্লাজায় এঘটনা ঘটে। এঘটনায় আটক দুই নারীর উত্তম মাধ্যমদেন উৎসুক জনতা। এসময় কলি ও তার মায়ের ব্যাগ থেকে চুরি যাওয়া ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ স্বিকার করে তারা। তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ৩ হাজার টাকাও।

আল-জয়নাল প্লাজায় ক্রেতা সেজে চুরি, ২ নারী আটক
আটককৃতদের নাম নীলিমা (৪০) ও বর্ষা (২৫) । তারা সিলেটের প্রতারক পার্টির সদস্য। বর্তমানে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় বসবাস করছে।
ভুক্তভোগী কলি জানান, জামা দেখার সময় কৌশলে আমার মা ও আমার থেকে ১৫ হাজার টাকা নিয়ে যায় ওই দুই নারী। পরে সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখে বিষয়টি নিশ্চিত হলে ঘটনা স্থল থেকে তাদের হাতে নাতে আটক করা হয়।
এবিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, দুই জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম