Wed, 16 Jan, 2019
 
logo
 

ডিএনডি পানি নিস্কাশন ও যানজট নিরসনে চলছে মতবিনিময় ও আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জন দুর্ভোগ লাঘবে ডিএনডি পানি নিস্কাশন প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও যানজট নিরসনের লক্ষে চলছে মত বিনিময় ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে এই মতবিনিময় সভাটি শুরু হয়।

ডিএনডি পানি নিস্কাশন ও যানজট নিরসনে চলছে মতবিনিময় ও আলোচনা

এর আগে বুধবার দুপুরে বিসিক এলাকায় শামীম ওসমান নারায়ণগঞ্জ সার্কিট হাউজের এই মতবিনিময় সভা প্রসঙ্গে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসকের নেতৃত্বে আমাদের সেনাবাহিনী, ডিএনডির সর্বস্থরের কর্তৃপক্ষ, পুলিশসহ সকলেই বসবো। সেখানে দু’টি বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমটি হলো ‘জলাবদ্ধতা’। অন্যটি হলো ‘যানজট’।

তিনি আরো বলেন, এখানে কোন রাজনীতি নয়, মানুষের সেবা করার মধ্যেমে আল্লাহকে পাওয়া যায়। তাই আমরা আপনাদের সকলের সহযোগীতা চাই। আগামী কাল মিটিং হবে, ওই মিটিং এ সিদ্ধান্ত নিবো, কিভাবে নারায়ণগঞ্জ-৪ আসনের মানুষের দূর্ভোগ লাগব করা যায়। আমি আশা করি, আমার এলাকার পাশাপাশি যদি অন্য সকলেই এগিয়ে আসে, তাহলে পুরো নারায়ণগঞ্জ টাই এই সমস্যা থেকে মুক্ত হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম