- Details
-
Published on Sunday, 18 March 2018 23:34
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ১নং রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি গমবোঝাই ট্রাক উল্টে গেছে। রোববার ১৮ মার্চ রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর ওই এলাকায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নারায়ণগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, একটি গম বোঝাই ট্রাক (পিরোজপুর ট ১১-০১৬৪) নিতাইগঞ্জে যাওয়ার পথে ১নং রেল গেট পৌঁছালে রেল লাইনের ওপর এসে অচল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে যায় এবং ট্রেনটিও থেমে আসে। এ ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নেয়ার কাজ শুরু করে।