Mon, 17 Dec, 2018
 
logo
 

সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে হবে: ডাঃ আ: মোতালেব

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রক্তঝরা স্বাধীনতার মাসের আজ ১৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। জাতি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ দিবসটি উদ্যাপন করছে। এ উপলক্ষে ৩০০ শয্যা হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহাফিলসহ নানা কর্মসূচিতে পালন করা হয়েছে।সকাল ৮টায় হাসপাতালের উপ পরিচালক ডাঃ আ: মোতালেব মিয়া’র নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী যোগে জেলা প্রসাশন ও অন্যান্যদের সাথে চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে মিলিত হয়। এরপর বিজয় স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে শহরের মূল সড়ক গুলো পদক্ষিণ করে পুন:রায় হাসপাতাল চত্বরে বঙ্গবন্ধুর ছবিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে র‌্যালীটির সমাপ্তি ঘটে। এছাড়া দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে হবে: ডাঃ আ: মোতালেব
এদিকে দিনটিতে সরকারি ছুটি থাকার পরেও বঙ্গবন্ধুর জন্মদিন ও রোগীদের মানবিক দিক বিবেচনা করে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের বিনা মূল্যে টিকিটসহ বহির বিভাগ খোলা রাখা হয়। আলোচনা সভায় শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়েও উপস্থিত ডাক্তারা আলোকপাত করেন।

দিনটি উপলক্ষে উপ পরিচালক ডাঃ আ: মোতালেব মিয়া লাইভ নারায়ণগঞ্জকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে আমি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে হবে: ডাঃ আ: মোতালেব

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে হবে। তারা বঙ্গবন্ধু সর্ম্পকে জানতে পারবে। একই সাথে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে সোনার বাংলা গড়ে তুলতে কাজ করবে।

এ সময় অন্যদের মধ্যে সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. মোঃ জাহাংগীর আলম, সংযুক্ত সিনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. পলক কুমার মোহন্ত, ৩০০ শয্যা হাসপাতাল বিএমএ’র আজীবন সদস্য জেলা স্বাচিবের সাংগাঠনিক সম্পাদক মেডিকেল অফিসার (মেডিসিন) ডা. অলক কুমার সাহা, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ড. বিধান চন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠাটি সঞ্চালনা করেন পিএও সুপার ও ৩য় শেণী কর্মচারী সমিতি’র জেলা সভাপতি মো: সিদ্দিকুর রহমান। এ ছাড়া, জেলা অফিস সহকারি এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সোহেল রানা, ৪র্থ শ্রেণী প্রতিনিধি মো: নূরে আলম রনি, মো: মাসুম ভূঁইয়া, প্রহল্লাদ চন্দ্র দত্ত, নজরুল ইসলাম ভূঁইয়াসহ হাসপাতালের সকল চিকিৎসা, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শকে নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে হবে: ডাঃ আ: মোতালেব

এরপর সকলকে নিয়ে কেক কাটেন উপ পরিচালক ডাঃ আ: মোতালেব মিয়া।

সর্বশেষ সংবাদ শিরোনাম