Wed, 12 Dec, 2018
 
logo
 

নগরে দূর্যোগ প্রতিরোধ দিবসে চিত্রাংকন প্রতিযোগীতা ও র‍্যালি

নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রতিরোধ দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও র‍্যালি করা হয়েছে। একই সাথে চিত্রাংকন প্রতিযোগীদের বিজয়ীদের মধ্যে পুরষ্কার

বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টায় নগর ভবনে এ পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ করেন কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

পরে নগর ভবন থেকে অসিত বরণ বিশ্বাসের নেতৃত্বে দুর্যোগ প্রতিরোধ দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেনী পেশার

মানুষ অংশগ্রহন করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ২ নং রেলগেট এলাকায় এসে শেষ হয়।

কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস জানান, জাতীয় দূর্যোগ প্রতিরোধ দিবস উপলক্ষে সকালে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে শহরব্যাপী একটি র‍্যালি

করা হয়েছে। দূর্যোগ প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতেই এ র‍্যালি করা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় সকল দূর্যোগই প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ শিরোনাম