Mon, 17 Dec, 2018
 
logo
 

চুনকার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রয়াত জননেতা পৌরপিতা আলী আহাম্মদ চুনকার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশুবাগ বিদ্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় পরিবারের পক্ষ থেকে আহাম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, আমার বাবা আলী আহাম্মদ চুনকা নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুল-মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। তার প্রতিষ্ঠিত শিক্ষা-প্রতিষ্ঠানে পড়ালেখা করে বর্তমানে অনেকেই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। আপনারা সকলেই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম