Mon, 17 Dec, 2018
 
logo
 

প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকার স্মরণে প্রভাতফেরী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রয়াত জননেতা পৌরপিতা আলী আহাম্মদ চুনকার স্মরণে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়েছে। আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রভাতফেরী অনুষ্ঠিত হয়।

রোববার সকালে প্রভাতফেরীটি আলী আহম্মদ চুনক নগর মিলনায়তন ও পাঠাগারের সামনে থেকে শুরু করে মাসদাইর কবরস্থানে আলী আহাম্মদ চুনকার সমাধিতে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে সমাপ্তি করা হয়।

প্রয়াত পৌরপিতা আলী আহাম্মদ চুনকার স্মরণে প্রভাতফেরী
পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত চুনকার কন্যা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, পুত্র আহমদ আলী রেজা উজ্জ্বল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির ও আদীনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন. খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিনহাজুল কাদির মিননসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সর্বশেষ সংবাদ শিরোনাম