Mon, 10 Dec, 2018
 
logo
 

উপ-সচিব হলেন না.গঞ্জ জেলা প্রশাসনের শীর্ষ তিন কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: উপ-সচিব হিসেবে পদন্নতি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের শীর্ষ তিন কর্মকর্তা। বুধবার সন্ধ্যায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে

আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক রাব্বী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, উপ-সচিব হিসেবে পদন্নতিপ্রাপ্ত এই তিনজন একই ব্যাচের ছাত্র ছিলেন। আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আমরা তাদের সার্বজনীন মঙ্গল কামনা করছি।
জেলা প্রশাসনের তিন কর্মকর্তারা হলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল হামিদ মিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল বারী।

সর্বশেষ সংবাদ শিরোনাম