Wed, 23 Jan, 2019
 
logo
 

আজ হকার মুক্ত ফুটপাত, মোড়ে মোড়ে পুলিশ, নামবে আইভীও

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফুটপাতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে মঙ্গলবারের সংঘর্ষের পর থেকে ফুটপাত দখলে কোন হকারই নেই। তবে এই সকল হকার মূল সড়কের মহল্লার গলিগুলোর মুখে অস্থান করতে দেখা গেছে।

এ দিকে বুধবার সকালই পুলিশকেও নগরীর মূল সড়কে টহল দিতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন মোড়ে পুলিশের বিভিন্ন টিম অবস্থান করতে দেখা গেছে।

আজ হকার মুক্ত ফুটপাত, মোড়ে মোড়ে পুলিশ, নামবে আইভীও

অন্যদিকে বুধবারও হকার উচ্ছেদে নামার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

মঙ্গলবার বিকেলে চাষাড়ায় হকার উচ্ছেদে গিয়ে এমপি শামীম ওসমান সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর সন্ধ্যায় নগর ভবনে উপস্থিত নগরবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মেয়র আইভী এ ঘোষণা দেন।

প্রসঙ্গত, হকার উচ্ছেদকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রণক্ষেত্রে পরিনত হয়েছে নারায়ণগঞ্জ শহরের রাজপথ। নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৭ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড টিয়ার শেল ছুড়েছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ শিরোনাম