Sun, 21 Oct, 2018
 
logo
 

জেরুজালেম শহর দখলের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস মসজিদ ও পবিত্র ভূমি জেরুজালেমকে দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে ডিআইটি রেল কলোনী জামে মসজিদের সামনে আদর্শ নাগরিক ফাউন্ডেশনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ ইকবাল হোসাইন, ভাইস-চেয়ারম্যান গিয়াসউদ্দিন, কোষাধক্ষ্য মো: নিজামুল হক, প্রচার সম্পাদক হুমায়ুন আমিনী ও তৈয়বুর রহমানসহ ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদেরকে জিহাদ করতে হবে। কিন্তু জিহাদের নামে জঙ্গীবাদে জড়ানো যাবে না। জঙ্গীবাদ আমেরিকার সৃষ্টি। মুসলমানরা হচ্ছে সিংহের জাতি, বিড়ালের জাতি নয়। তারা যুদ্ধ করেই বাঁচবে।
তারা আরো বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় ট্রাম্পকে ধিক্কার জানাই। জেরুজালেম পুরো বিশ্বের মুসলামদের পবিত্র ভূমি। এই ভূমি নিয়ে কোন অবহেলা চলবে না। ট্রাম্প ওই ঘোষণার মাধ্যমে সে ঘোরতর অপরাধ করেছে। অচিরেই তার এই সিন্ধান্ত প্রত্যাহার করতে হবে।

সর্বশেষ সংবাদ শিরোনাম