Sat, 22 Sep, 2018
 
logo
 

জামায়াতের ডাকা হরতালে না.গঞ্জ পুলিশের ব্যাপক নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালে জননিরাপত্তার স্বার্থে জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ মতিয়ার রহমান।

বুধবার (১১ অক্টোবর) লাইভ নারায়ণগঞ্জের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে গত মঙ্গলবার এক বিবৃতিতে নাশকতার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ, নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ জামায়াতের আট নেতাকে গ্রেফতার এবং তাদের প্রত্যেককে ১০ দিনের রিমান্ড দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এ কর্মসূচি ঘোষণা করেছে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, হরতাল ডাকা হলে আমরা জনসাধারণ নিরাপত্তা বিধানের যে ধরণের ব্যবস্থা নিয়ে থাকি সেভাবেই পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
হরতালে যেন কোন ধরণের জননিরাপত্তা বিঘ্নিত ঘটাতে না পারে সে জন্য বৃহস্পতিবার আমাদের চেকপোস্ট, সিভিল, মোবাইল টিমসহ বিভিন্ন ভাবে পুলিশ বলবৎ থাকবে। আশাকরি নারায়ণগঞ্জে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

সর্বশেষ সংবাদ শিরোনাম