Fri, 25 May, 2018
 
logo
 

‘হকার’ উচ্ছেদে আরও কঠোর হবে না.গঞ্জ জেলা প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: একদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, অন্যদিকে আবার সেগুলো দখল হয়ে যাচ্ছে! উচ্ছেদ অভিযানের নামে দিনের পর দিন এভাবেই চলছে ভাঙা-গড়ার খেলা।

এর ফলে নগরবাসীও পাচ্ছে না স্থায়ী কোন সমাধান। তবে এবার এই হকার উচ্ছেদে আরো কঠোর ভূমিকা পালন করবে জেলা প্রশাসন। এবার তেমন বার্তায়ই দেয়া হয়েছে জেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায়।

রোববার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে জেলা প্রশাসনের কার্যলয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতি হয়। সভায় উপস্থিতি একাধীব ব্যক্তি সভা শেষে ওই তথ্য জানিয়েছেন।

তারা জানান, শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর আবার সেই স্থান ফের দখল হয়ে যায়। এ দখল ঠেকাতেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিবে। পাশাপাশি মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে অভিযান অব্যহত রাখা হবে।

এ সভাতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ মতিয়ার রহমান, বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আশুতোষ দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ সংবাদ শিরোনাম