Tue, 22 May, 2018
 
logo
 

বকেয়া বেতন দাবী : নগরীতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ৩ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন গাবতলী টাগারপাড়ে অবস্থিত কটন পাওয়ার এক্সেল নীট লিঃ এর শ্রমিকরা।


বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ নগরীতে বিক্ষোভ মিছিল ও ২ নং রেলগেইটে সমাবেশ করে।

কটন পাওয়ার গার্মেন্টস এর শ্রমিক উর্মির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ও গাবতলী পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কার্যকরী সদস্য মো. খোরশেদ আলম, কারখানার শ্রমিক রিপন, আল্পনা, সালেহা ও আলম।

নেতৃবৃন্দ বলেন, কটন পাওয়ার এক্সেল নীট লিঃ শ্রমিকদের ৩ মাসের বেতন পাওনা। শ্রমিকরা বেতন চাইলে মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের গালিগালাজ করে ও ভয়ভীতি দেখায়। এই ফ্যাক্টরীর ৯০ ভাগ শ্রমিকই নারী শ্রমিক। বাসা ভাড়া, দোকান পাওনা, পরিশোধ করতে না পারায় বাড়ীওয়ালা ও দোকানদারদের হাতে লাঞ্ছিত হতে হচ্ছে।  শ্রমিকেরা অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে ৩ মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য বিভিন্ন সরকারী সংস্থা ও বিকেএমইএ কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ শিরোনাম