Tue, 22 Jan, 2019
 
logo
 

খোকার আসনে আ.লীগের মনোনয়ন কিনলেন কায়সার, কালাম

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার। অন্যদিকে একই আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান কালাম।

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামীলীগের কার্যালয় থেকে নারায়ণগঞ্জ-৩ এ মনোনয়ন প্রত্যাশী হিসেবে তারা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামী ২৩ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামীলীগ।

জানা গেছে, সোনারগাঁ উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন গঠন করা হয়েছে। এবারের মোট ভোটার সংখ্যা ৩লাখ ৩ হাজার ৮৩৭ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ সংখ্যা ছিল ২ লাখ ৬২ হাজার ২৫০।

প্রসঙ্গত, এই আসনের বর্তমান সাংসদ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। গত ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে লাঙল প্রতিকে নির্বচিত হন।

সর্বশেষ সংবাদ শিরোনাম